Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আনন্দ ভ্রমন

PicsArt_1470294703070

০৪ আগষ্ট,২৩:৪৩:২৩

বিশেষ প্রতিনিধি:- শিক্ষা,শান্তি,প্রগতির ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সোনাগাজী উপজেলা শাখা চিক্ত বিনোদনের জন্য দুই দিনের আনন্দ ভ্রমনের আয়োজন করে।সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সম্ভবনাময় ছাত্রনেতা সাধারন সম্পাদক আব্দুল মোতালেব রবিনের উদ্যেগে আনন্দ ভ্রমনে সংগঠনটির নেতাদের মধ্যে প্রানচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

PicsArt_1470294799076

০২ আগষ্ট সকালে ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে আনন্দ ভ্রমনের সদস্যরা ইকোপার্ক,ফয়েস লেক,কাপ্তাই ভ্রমন করে।আনন্দ ভ্রমনের পুরো সময়টা ছাত্রলীগ নেতারা সুখ দু:খের খুনসুটিতে মেতে উঠে।কিছুটা সময়ের জন্য হলেও তারা ক্লান্তি ভুলে গিয়ে প্রাকৃতিক রাজ্য হারিয়ে যায়।আনন্দ ভ্রমনের অংশগ্রহন করে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক এসএম ভাবলু,শাখাওয়াত হোসেন ফাহাদ, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সেন্টু,বগাদানার সভাপতি ইব্রাহিম রুবেল,সম্পাদক শরিফুল ইসলাম বাবু,মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি আমিনুল হক শাহিন,সম্পাদক একরামুল হক সোহেল,চরদরবেশ ইউনিয়নের সভাপতি নুরুল আলম সাহিন,সম্পাদক আমির হোসেন,চরছান্দিয়ার সম্পাদক শিমুল,আমিরাবাদের সভাপতি ইফতেখার হোসেন খন্দকার,সম্পাদক নুরুল ইসলাম রিয়াদ,নবাবপুরের সম্পাদক আব্দুল মান্নান,বক্তারমুন্সি কলেজ ছাত্রলীগের সভাপতি খালেদ সাইফুল্যা লিংকন,সম্পাদক আব্দুল্যা আল কায়সার মিবলু প্রমুখ।উপজেলার ১০ ইউনিটের মধ্য নেতৃত্বস্থানীয় যারা অংশগ্রহন করতে পারেনি তারা আনন্দ ভ্রমনের সাথে একাত্বতা প্রকাশ করেন বলে জানান আব্দুল মোতালেব রবিন।

PicsArt_1470294864938

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *