Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী যুবদলের ৪ নেতা কারাগারে

jubodol 1
১৭ আগষ্ট ২০১৬,১৪:৪০:২১
গৌতম পাল,আদালত প্রতিনিধি: – সোনাগাজী পৌর যুবদলের সভাপতি সিরাজুল হক, সাধারন সম্পাদক ইউএস দুলাল, চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন ও আবুল কাশেম মাঝীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
বুধবার একাধিক মামলায় আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত এ আদেশ দেয়।আবুল কাশেম প্রকাশ কাসেম মাঝির বিরুদ্ধে নাশকতা,পুলিশের উপর হামলা,হত্যা,ডাকাতি,চিনতাই ও চুরির অভিযোগে ৭ টি মামলা রয়েছে।সে উপকুলিয় জলদস্যূ সর্দার বাগনিা কালাম বাহিনীর সদস্য বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানা পুলিশ।

jubodol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *