Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

স্বেচ্চাসেবক লীগ নেতা সোহাগের সফল অস্ত্রপচার

FB_IMG_1472465708384

২৯ আগষ্ট ২০১৬

আবুল হোসেন রিপন:- সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের স্বেচ্চাসেবক লীগ নেতা সোহাগ খায়েরের শরীরে সফল অস্ত্রপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে।সোমবার দুপুরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে এমনটা জানিয়েছেন সোহাগের ভাই  ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের।তিনি আরও জানান,সোহাগের জ্ঞান ফিরেছি।জ্ঞান ফিরে পাওয়ার পর সোহাগ তার উপর হামলার জন্য যুবলীগ সম্পাদক ফারুক ও শার্টার কামরুল কে দায়ী করে।

IMG_20160829_161559

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *