
২৮ আগষ্ট ২০১৬
আবুল হোসেন রিপন:-৩০ আগষ্ট ফেনী ছাত্রলীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নির্ধারিত জনসভা সফল করতে সেনাগাজী উপজেলা ছাত্রলীগ প্রস্তুতি সভা করেছে।২৮ আগষ্ট রবিবার বিকালে পৌরসভার জিরো পয়েেেন্ট আওয়ামীলীগ কার্য্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থতি থেকে বক্তব্য রাখেন ফেনী ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন ফিরোজ ও সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ। সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পদক আব্দুল মোতালেব রবিনের সঞ্চলনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন,আমিরাবাদের জহিরুল আলম জহির,সোনাগাজী সদরের শামছুল আরেফিন,চরদরবেশের নুরুল ইসলাম ভুট্ট,চরছান্দিয়ার মোশারফ হোসেন মিলন,বগাদানার ইসহাক খোকন,পৌর আওয়ামীলীগের সভাপতি সেলিম পাটোয়ারী।এছাড়া প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ রিংকু,উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের সভাপতি ও সম্পাদক বৃন্দ।সভায় বক্তরা ৩০ আগষ্ট ফেনীর ট্রাংক রোড়ে সন্ত্রাস,জঙ্গিবাদ ও সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগের ডাকা সমাবেশ সফল করতে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ করা হয়।

