নিজস্ব প্রতিবেদকঃ ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০

সোনাগাজীর চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধরন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে মামলার বাদী অামিন ও তার পিতা শাহাব উদ্দিন কে অপহরনের অভিযোগ উঠেছে।
জানা যায়, গতরাতে গ্রেফতারকৃত চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর মামলার বাদী অামিন ও তার পিতাকে রবিবার বিকাল ৩ টার সময় কেরামতিয়া বাজার সংলগ্ন বলিবাড়ী থেকে অপহরন করে গাড়ীতে তুলে ফেনীর দিকে নিয়ে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফেনীর পুলিশ সুপারকে অপহরনের বিষয়ে অবহিত করা হয়। বিকাল ৫ টায় কোর্ট ফটক থেকে তাদেরকে উদ্ধার করে ফেনী গোয়েন্দা পুলিশ।
তিনি অারো জানান, মামলা তুলে নিতে অাসামি পক্ষের লোকজন তাদেরকে অপহরন করেছে।
