শরিয়ত উল্যাহ রিফাত, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহষ্পতিবার ১৫:০০।

সোনাগাজীর মতিগঞ্জের আর এম হাটকে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান (শিপন) বৃহঃস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আর এম হাটকে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ডা মাহফুজ আলম মিয়াজী। বিনা প্রতিদ্বন্ধীতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন। এর অাগে অভিভাবক সদস্য মনোনীত হন তাহামিনা আক্তার,রেহানা আক্তার। এছাড়া ইউপি সদস্য অজয় কুমার শীল ভুট্টুো, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি গোলাম মাওলা, বিদ্যা উৎসাহী সদস্য আব্দুর রহিম খোকন, সুলতা বসাক, শিক্ষক প্রতিনিধি ফয়জুন্নাহার,সদস্য সচিব এ.কে এম শরিয়ত উল্লাহ মনোনীত হয়েছেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমান ও সহ সভাপতি শাহাদাত হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এসময় আরো উপস্থিত ছিলেন মতিগঞ্জ ইউপি সদস্য এস এম ফেরদাউস রাসেল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহীন প্রমুখ।
সম্পাদনা / সৈয়দ মনির।
