
সেপ্টেম্বর ২১, ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে।
কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে জারি করা আদেশে বলা হয়েছে, ‘ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এসব কার্যক্রমের ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে।’
ওই নির্দেশনায় অনতিবিলম্বে এই অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।ইসলামের নাম ব্যাবহার করে সংগঠনটি মুলত ৭১ সালে বাঙ্গালী নিধনের জন্য অভিযুক্ত জামায়াত নেতাদের রক্ষা করতে অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।দেশের হক্কানি আলেমরা তাদের ইসলামী দল বলে স্বীকার করেনা।
