Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ঈদ শুভেচ্ছা বিনিময় : সোনাগাজীতে কেন্দ্রিয় অা’লীগ নেতা লিপটন

received_1796610300582964

 

 

সৈয়দ মনির অাহমদ, প্রকাশ -১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০০।

পবিত্র ঈদুল অাযহার শুভেচ্ছা বিনিময় করতে শুক্রবার সকালে জিরোপয়েন্টে অবস্থিত  সোনাগাজী উপজেলা অা’লীগের কার্যালয়ে অাসেন কেন্দ্রিয় অা’লীগের উপ কমিটির সহ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, দঃ অাফ্রিকা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান,   উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন অাহবায়ক নাছির উদ্দিন অারিফ ভুঞা,  পৌর কাউন্সিলর শেখ কলিম উল্যাহ রয়েল, শাখাওয়াত হোসেন অালাউল,  অাইয়ুব খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইব্রাহীম রাসেল , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক, সহ সভাপতি অাঃ জলিল, সাধারন সম্পাদক অাবদুল মোতালেব রবিন সহ কলেজ, পৌরসভা ও সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদকগণ।received_1796610150582979

অপরদিকে সকাল ১১টায় তিনি সোনাগাজী মডেল একাডেমি পরিদর্শন করেন। এসময় একাডেমির সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,  জহির উদ্দিন মাহমুদ লিপটন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *