সৈয়দ মনির অাহমদ. বুধবার ১৪ সেপ্টেম্বর ২০১৬।

সোনাগাজীর উপজেলার শাহাপুর গ্রামের ২০১৬ এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ।
১২ সেপ্টেম্বর, সোমবার বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম। ক্রীড়া সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট শিল্পপতি, উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাহ উদ্দিন কিসলু খান। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
