Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

একরাম হত্যা মামলা পুনরায় চালু হবে -জয়নাল হাজারী

IMG_20160903_001609

নিজস্ব প্রতিবেদকঃ ৩ সেপ্টেম্বর ২০১৬:

যারা জয়নাল হাজারী  বিহীন ফেনীকে শান্তির শহর বলছে তাদের কাছে প্রশ্ন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান একরাম কে যেভাবে হত্যা করা হয়েছে এর দ্বিতীয় নজির কোথাও অাছে কি? লালপুলের মত অস্ত্র কেলেংকারির ঘটনা অন্য সময়ে হয়েছে কি? মন্ত্রীর সামনে সংসদ সদস্য লাঞ্চিতের ঘটনা কখনো ঘটেছে কি?  শুক্রবার রাত ৮টায় ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী তার ব্যক্তিগত ফেইসবুক লাইভে বর্তমান ফেনী ২ আসনের সাংসদ নিজাম হাজারীকে ইঙ্গিত করে এসব কথা বলেন। প্রায় ত্রিশ মিনিটের ভিডিও লাইভে তিনি বর্তমান সাংসদ নিজাম হাজারীর কঠোর সমালোচনা করেন। তিনি আরো বলেন, ফেনীর মানুষ আতংকে আছে ।এখন থেকে প্রতি মাসে একবার ফেনীতে আসবেন এবং ফেনীর মানুষকে সময় দিবেন।এসময় তিনি একরাম হত্যাকান্ডের ব্যাপারে বলেন ,যদি একরামের স্ত্রী অর্থ লোভ না করে  ঠিক থাকে তাহলে এ মামলা তিনি পুনরায় চালু করবো। এতে আরো অনেকে আসামি হবে। এছাড়াও তিনি ফেনী -২ আসনের সাংসদ নিজাম হাজারীর মামলার বিষয়ে বলেন, গত ৩১ তারিখ আদালতের সময় বাড়ানোটা যৌক্তিক। বিভিন্ন ধরনের ছুটি থাকায় দীর্ঘ দুই মাস পর তারিখ দেয়া হয়েছে,  কোন প্রকার অাতাত হয়নি,  এটি খারিজ হওয়ার মামলা নয়। নিজাম আইন বুঝেনা তাই অাত্নঘাতি কথা বলে পেলেছে।  আদালত সঠিক গতিতে চলছে এবং সময় মত সঠিক রায় হবে এতে কোন সন্দেহ নেই। নিজাম তার অনুসারীদের খুশি করতে বলেছে মামলা খারিজ হয়ে যাবে, আবার বলেছে সংসদ সদস্য পদ বাতিল হবে, আরো বলেছে জেল হলে কারা কর্মকর্তাদের হবে। তাহলে মামলা খারিজের কথা কেন অাসলো। অাসলে  সে অাবল তাবল বকছে। কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেনা, সব তার কর্মের কারনেই হচ্ছে। নেত্রী যে দিন আমাকে ফেনী যেতে হুকুম দিবে সেদিন খালি হাতে লক্ষ জনতা দিয়ে তাদের ভাঁসিয়ে দেব। আমি সংগঠক, আমি মানুষ জড়ো করতে জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *