
সেপ্টেম্বর, ৪, ২০১৬, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের বিশ্বস্ত সূত্র ডিজিটাল নোয়াখালী ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে উপজেলা ছাত্রলীগ নিজাম উদ্দিন মুন্নাকে সভাপতি ও হামিদুর রশিদ বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব দেয়া হয়েছে শাহ ফরহাদ লিংকনকে এ কমিটির সেক্রেটারী করা হয়েছে খান শিহাবুর রহমান শিহাবকে।
অন্যদিকে বসুরহাট সরকারি মুজিব কলেজের সভাপতি করা হয়েছে নুর এ মাওলা রাজুকে, এ কমিটির সেক্রেটারীর দায়িত্ব দেয়া হয়েছে মোবারক হোসেন রিয়াদকে।
শনিবার বসুরহাট পৌর হলে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ ও বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীরের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শওকত আজীম জাবেদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
উক্ত সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়। পরে রোববার সকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমন্বয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদনা / সৈয়দ মনির।
