Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

কোরবানির ঈদ ১৩ সেপ্টেম্বর

 

Saudi-Moon+sight

০২ সেপ্টেম্বর ২০১৬

সোনাগাজীর আলো ডটকম ডেস্ক:-জিলহজ মাসের চাঁদ শুক্রবার দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে আগামী ১৩ সেপ্টেম্বর।

 

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

ধর্ম সচিব মো. আবদুল জলিলও চাঁদ দেখা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

বজলুল হক হারুন বলেন, বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রোববার থেকে। ১০ জিলহজ, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এরঅর্থ, ১১ সেপ্টেম্বর আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখের বেশি মানুষের হজ পালনের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *