
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৫:২২
সোনাগাজীর আলো ডেস্ক:-গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক শ্রমিক।
শনিবার ভোর ৬টার দিকে ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কারখানার শিফট ইনচার্জ সুভাস (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড আবদুল হান্নান (৪৫), অপরাটের মামুন (৪০), আনোয়ার (৪০), জয়নুল (৩৪), রেদোয়ান (৩৫) ও ক্লিনার শংকর (৪০)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে পাঁচতলা ভবন পুরোটা ধসে গেছে। এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে ভবন থেকে ১০টি লাশ উদ্ধার করে টঙ্গি ৫০ শয্যার হাসপাতালে রাখা হয়েছে। আর আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। বাকিরা ঢামেকে চিকিৎসাধীন।
আখতারুজ্জামান আরও জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এরআগে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, বিসিক নগরীর ট্যাম্পাকো পুটিং লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
