Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীরের স্বীকারোক্তিতে বন্দুক ও গুলি উদ্ধার

 

img_20160925_092359

 

২৫ সেপ্টেম্বর ১৬

 

বিশেষ প্রতিনিধিimg_20160925_092359:-সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীরের স্বীকারোক্তিতে পুলিশ তার বাড়ী থেকে ১ টি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।রবিবার দিবাগত রাত ১ টার সময় সোনাগাজী মডেল থানা পুলিশ এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।শনিবার সকালে জাহাঙ্গীর কে ফেনী জেলা কারাগার ফটক থেকে গ্রেফতার করা হয়।মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান,ধৃত জাহাঙ্গীর কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার বসত ঘরে অস্ত্র রয়েছে।রাতে তাকে সাথে নিয়ে এসআই নাজমুলের নেতৃত্ব পুলিশের একটি দল জাহাঙ্গীরের বাড়ীতে অভিযান চালিয়ে তার দেখানোমতে একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।প্রসঙ্গত গত ১৬ সসেপ্টেম্বর মজলিশপুর ইউনিয়নের বাংলাবাজারে স্থানীয় মহিলা ইউপি সদস্য নিপা আক্তারের ছেলেকে গুলি করে মারাত্বক জখম করে জাহাঙ্গীর।সে সময় জনতার ধাওয়া খেয়ে জাহাঙ্গীর একটি বন্দুক রেখে পালিয়ে যায়।স্থানীয় জনতা সে অস্ত্র উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *