Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি মোস্তফা, সম্পাদক নিজাম, দপ্তর মাসুম

received_1767552816852002

 

প্রেস বিজ্ঞপ্তি -১৬ সেপ্টেম্বর। ১০:০০

ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচনে মোহাম্মদ মোস্তফা (মানবজমিন/দূর্বার) সভাপতি ও মোহাম্মদ নিজাম উদ্দিন (ইনকিলাব/নয়াপয়গাম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় অন্য কোন প্রার্থী না থাকায় মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন।

সহ-সভাপতি আলা উদ্দিন ভূঁঞা (সুপ্রভাত ফেনী), মোঃ শাহ আলম  (ভোরের ডাক/শমসের নগর),সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী (স্বদেশপত্র),সৈয়দ কামাল উদ্দিন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া (আজকের সূর্যোদয়), অর্থ সম্পাদক মোঃ রফিক উদ্দিন  (ফেনীর গৌরব), তথ্য ও গবেষনা সম্পাদক আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন (নিউজ বিএনএ), প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান (নতুন ফেনী), ক্রীড়া সম্পাদক এম দেলোয়ার হোসেন (সিএনএম),সাহিত্য সম্পাদক শওকত চৌধুরী (হায়দার)।

কার্যকরী সদস্য, মোহাম্মদ শেখ কামাল (ইত্তেফাক/ফেনীর সময়), মুহাম্মদ আবুল হাসান (নয়াদিগন্ত/অজয় বাংলা), জাকের হায়দার সুমন (সমকাল/হকার্স),  কবির আহাম্মদ সিদ্দিকী (সংগ্রাম), জিয়া হায়দার স্বপন (মাসিক হায়দার), শাহ মোঃ জিয়াউল হক রুবেল  (ডেসটিনি), নিজাম উদ্দিন মজুমদার  (মোহনা টিভি), আবু তৈয়ব টিপু( আলোকিত ছাগলনাইয়া), মাজহারুল ইসলাম( নবকিরন), কাজী নুরুল আলম নিলু (ভোরের পাতা),এনায়েত উল্লাহ সোহেল ( আজকের সময়), মেহেদী হাসান ( আলোকিত বার্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *