প্রকাশ- ২১ সেপ্টেম্বর ২০১৬।

অাদালত প্রতিনিধি : জেএমবি সদস্য আবু ওবায়দা হারুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধাবার দুপুরে ফেনী ( সোনাগাজী) আমলী আদালতের দায়রা জর্জ দ্রুব জোতি পাল এ আদেশ দেন।
কোর্ট পুলিশ টিএসআই রফিকুল ইসলাম সোনাগাজীর অালোকে জানান, মামলা নং জিআির ৭৭/১৬ এর প্রেক্ষিতে ২০১৬ সালের ৬ এপ্রিল সোনাগাজীর একটি ভোট কেন্দ্র নুর হোসেন শিফন নামে এক নীরিহ ভোটারকে ভোট কেন্দ্রের পাশে খুন হন। সে প্রধান মামলা আসামী আবু ওবয়দা হারুন । বুধাবার দুপুরে পুলিশ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি ও সিলেটে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামী । তার বাড়ি সোনাগাজী উপজেলার চর-চান্দিয়ায়। তার বিরুদ্ধে ফেনী ও সোনাগাজী থানায় ২টি হত্যা , একটি বিস্ফোরক আইনে মামলাসহ ৯ টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার তদন্ত পরিদর্শক ( ওসি) মেজবাহ উদ্দিন, সত্যতা স্বীকার করেন।
সম্পাদনা / সৈয়দ মনির
