Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

জাতিসংঘের অ্যাওয়ার্ড পাচ্ছেন জয়

সেপ্টেম্বর ১৬, ২০১৬,  ১২:০০

fb_img_1473782748809

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানের সময় এবারও বাংলাদেশের বিশেষ একটি অ্যাওয়ার্ড পাবার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রদান করা হতে পারে বিশেষ এ অ্যাওয়ার্ড, এ তথ্য প্রকাশ করেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

এটি প্রদান করতে পারে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটি সংস্থা’- এমন তথ্য জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমদ।

উল্লেখ্য, এর আগে প্রতি বছরই বিভিন্ন সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এবং বাংলাদেশ চাচ্ছে এ বিশ্ব ফোরামের নেতৃত্বে অধিষ্ঠিত হোক একজন মহিলা। নারী ক্ষমতায়নের স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ ইতিমধ্যেই অনেকের সাথে এ নিয়ে কথা বলেছে।

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিপুলসংখ্যক নেতা জাতিসংঘ অধিবেশনে অংশ নেবেন। এবারই প্রথমবারের মতো বিশ্ব সংস্থার বৈঠকে অংশ নেবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে।

 

সম্পাদনা /সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *