Friday, January 9সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

জাতিসংঘে পাকিস্তানের ভারতবিরোধী নথি গ্রহনে অস্বীকৃতি

 

 

fb_img_1474537954941

সেপ্টেম্বর ২২, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ভারতবিরোধী নথি প্রত্যাখ্যান করল জাতিসংঘ। খবর এবিপি আনন্দের।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ওই নথি গ্রহণে অস্বীকার করেছেন। তাঁর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মহাসচিব চান, ভারত-পাকিস্তান আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ যাবতীয় ইস্যু মিটিয়ে ফেলুক। এর ফলে দুই দেশ তো বটেই, গোটা অঞ্চল উপকৃত হবে।

জাতিসংঘে বুধবার বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানান, ভারতের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে নথি তৈরি করে জাতিসংঘে জমা দেবেন তিনি। কিন্তু জাতিসংঘ সেই নথি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিল, পাকিস্তানের হাজার জোরাজুরি সত্ত্বেও তারা কাশ্মীর প্রসঙ্গে মাথা গলাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *