ডেস্ক রিপোর্ট : ১৯ সেপ্টেম্বর ২০১৬,

নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এবং বাংলাদেশ চাচ্ছে এ বিশ্ব ফোরামের নেতৃত্বে অধিষ্ঠিত হোক একজন মহিলা। নারী ক্ষমতায়নের স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ ইতিমধ্যেই অনেকের সাথে এ নিয়ে কথা বলেছে।
আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিপুলসংখ্যক নেতা জাতিসংঘ’র ৭১তম অধিবেশনে অংশ নেবেন। এবারই প্রথমবারের মতো বিশ্ব সংস্থার বৈঠকে অংশ নেবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে।
অন্যদিকে, বারাক ওবামা এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর অষ্টম ও শেষ ভাষণটি দেবেন। শেখ হাসিনার এটি হবে লাগাতার অষ্টম ভাষণ। নির্বাচিত মহিলা সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘের ইতিহাসে রেকর্ড বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। এই অধিবেশনেই বর্তমান মহাসচিব বান কি-মুনের স্থলে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হবেন।
সম্পাদনা/ সৈয়দ মনির।
