প্রকাশ – ২৬ সেপ্টেম্বর ২০১৬, সোমবার ১৭:০০

শাখাওয়াত হোসেন শাখা : ডিজিটাল বাংলাদেশে এখনও ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশরা” । ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে দক্ষিন তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা যাওয়া করছে কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে বা নদীতে স্রোত দেখা দিলে তখন আর স্কুলে আসা হয় না। এলাকার লোকজনও এই পথে পারাপার হয় না। সাঁকোটি গথিয়া নদীর উপর অবস্থিত। এর উত্তরে নোয়াপুর, বদরপুর, কামাল্লা সহ আরো কয়েকটি গ্রাম রয়েছে দক্ষিনে দক্ষিণ তারালিয়া, শ্রীপুর, মুন্সীরহাট। প্রতিদিন শত শত লোক সাকোঁ দিয়ে পারাপার হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাঁকোর পরিবর্তে স্থায়ী ব্রীজ নির্মানের দাবি জানান এলাকাবাসি।
সম্পাদনা / সৈয়দ মনির।
