
২৮ সেপ্টেম্বের ১৬
আবুল হোসেন রিপন:-ফেনীতে ভুয়া ডিবি পুলিশ সেজে চিনতাইকালে শহর যুবদল নেতা কাজী জাহেদ সহ ৩ জন কে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজারে এ চিনতাইয়ের ঘটনা ঘটে।পুলিশ জানায়,কুমিল্লা থেকে সিএনজিযোগে ফেনী আসার পথে ওমান প্রবাসী শহিদুল ইসলাম মোহাম্মদ আলী বাজারের নিকট পৌঁচলে যুবদল নেতা কাজী জাহিদের নেতৃত্বে তিন জন চিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীর গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয়ে প্রবাসীর মালামাল চিনতাই করে। ঘটনার পর প্রবাসী শহিদুল ইসলাম ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ যুবদল নেতা কাজী জাহিদ,স্টেশন রোড়ের আলি হোটেলের মালিক রফিক উদ্দিনের ছেলে নিয়াজ মোর্শেদ রুমেল,ধলিয়ার মনির আহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম রুবেল কে আটক করে।এ সময় তাদের কাছ থেকে নগদ ২২ হাজার,৪টি মোবাইল সেট,হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।।আটক জাহিদ শহরের নাজির রোড়ের কাজি কামালের ছেলে ও যুবদলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।তার বিরুদ্ধে অস্ত্র,চিনতাই ও সুন্দরি মেয়েদের ব্যাবহার টাকা আদায়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে ফেনী মডেল থানা সুত্রে জানা যায়।ফেনী মডেল থানার ওসি(তদন্ত) শাহিনুজ্জামান তাদেও আটরকর সত্যতা নিশ্চিত করেছেন।
