Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

তারেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে শুক্রবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

 

%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-696x392

সেপ্টেম্বর ৩০,২০১৬

সোনাগাজীর আলো ডেস্ক:-বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশজাতীয়তাবাদী যুবদল ।যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক সাক্ষরিত যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচী ঘোষণা করেন ।যুবদলের নেতারা বলেন, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করা হবে।নেতৃদ্বয় বলেন, স্বৈরাচারী সরকার প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে ।তাদের কাণ্ড-কারখানা দেখে মনে হচ্ছে বিএনপি আর তারেক রহমানকে আইনি প্যাচে ফেলে নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এই দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমান সবসময় সোচ্চার। সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে এবং সীমাহীন দুর্নীতির কারণে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই বিচারকের ঘাড়ে বন্দুক রেখে সত্য বলার পথকে রুদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। আর সেজন্য তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *