
৩০ সেপ্টেম্বর ১৬
আবুল হোসেন রিপন:-বাংলাদেশ জাতীয়তাবাদি দলেরর (বিএনপি) সিনিয়র সহসভাপতি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিচিল করেছে ফেনী জেলা যুবদল।শুক্রবার বিকালে জেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিচিলে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে।মিচিলটি ফেনী শহরের ট্রাংক রোড় থেকে শুরু হয়ে এসএসকে সড়কে গিয়ে শেষ হয়।মিচিলে দলটির নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দিয়ে ফেনীর রাজপথ প্রকম্পিত করে।প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।কেন্দ্রীয় যুবদল এ গ্রেফতারী পরোয়ানা হয়রানীমুলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত দাবী করে বিক্ষোভ মিচিলের ডাক দেয়।
