প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০১৬ | সময় : ৭:৪২ অপরাহ্ণ

দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। রদবদলের এ আদেশ অনুযায়ী দাগনভূঞার নির্বাহী অফিসার ফরিদা খানম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যোগদান করবেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সাইফুল ইসলাম ভূঁইয়া। এর আগে সাইফুল ইসলাম প্রাইভেটাইজেশন কমিশন চেয়ারম্যান’র একান্ত সচিব পদে দায়িত্বে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার পদে ফরিদা খানম ২০১৪ সালের ২ জুন যোগদান করেন। পৌর শহরে ফল, হোটেল-রেস্তোরা, বেকারী, মাছ ও সবজি বাজারের অব্যাহত ভেজাল রোধে কঠোর প্রদক্ষেপ নেন এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত হন তিনি।
