Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন  নির্বাচন:আজাদ-সভাপতি,মিয়াজী-সেক্রেটরী, ইউসুফ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

 

fb_img_1474093876853

১৭ সেপ্টেম্বর ১৬

সোনাগাজীর আলো ডেস্ক: দাগনভুঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন নির্বাচনে ফুলকলি একাডেমীর প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া আজাদ (সভাপতি),তরুন সংঘ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ইউছুপ মিয়াজী (সেক্রেটরী) ও ফুলকলি মডেল কিন্ডার গর্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা এস এম ইউসুফ আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কসমিক ইন্টাঃ স্কুলে এসোসিয়েশনের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়।

 

২১ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন রাজনীতিবিদ ও এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার নুরুল হুদা হুদন।কমিটির অপর সদস্যারা হলেন- সহ সভাপতি আলা উদ্দিন আলো(চিলডেন্স গার্টেন),দাউদুল ইসলাম(সিন্দুরপুর মডেল),সহ সেক্রেটারী-আনোয়ার হোসেন(চাইল্ড কেয়ার),গিয়াস উদ্দিন(এম জিবি কি:গা:),অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ(জিএম একাডেমী),প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণধন পাল(সমমনা প্রি-ক্যাডেট),দপ্তর সম্পাদক-ইকবাল হোসেন মাসুদ(দাগনভূঞা বালিকা কে:জি:),ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জাকের হোসেন(বিকিরন কি: গা:),মহিলা বিষয়ক সম্পাদক-রৌশন জাহান লিপি(দাউদ মোঃ আল সালেম কি:গা:),শিক্ষা ও গবেষণা সম্পাদক সমীর রঞ্জন মজুমদার(দুধমুখা আইডিয়াল),সমাজ কল্যান সম্পাদক নুর নবী খান(ফাজিলের ঘাট প্রি-ক্যাডেট),নির্বাহী সদস্য-মোঃ ইউসুপ(মোল্লাঘাটা কি:গা:),মাহমুদা আক্তার (দারুস সালাম),ছায়েফ উল্যাহ(বাদামতলী মডেল একাডেমী),মোঃ শাহাজালাল(র‌্যাক কি:গা:),মোমিনুল হক(হাজী মাহমুদুল হক কি:গা:),মোঃ ইউসুপ আলী(রঘুনাথপুর মর্ডণ কি:গা:)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *