Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

দাগনভূঞা গাউছিয়া মাদরাসার উদ্যোগে  জঙ্গিবাদ বিরোধী মানবববন্ধন

 

fb_img_1474462882328

২১  সেপ্টেম্বর ১৬

দাগনভূঞা প্রতিনিধি:দাগনভূঞা গাউছিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে আজ বুধবার সকালে  সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে |দাগনভূঞা পৌরসভার ফাজিলের ঘাট রোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় |মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আবদুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনাকারী সংস্থা রেযা সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ শাহাদাত হোসেন কোম্পানী |বিশেষ অতিথি ছিলেন রেযা সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ  ফরিদ উদ্দিন আত্তার | মাববন্ধনে মাদরাসার সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *