Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নিখোঁজ সংবাদ

 

img_20160924_145819

২৪ সেপ্টেম্বর ১৬

সংবাদদাতা:-মোহাম্মদ আরিফ হোসেন(২৩) নামের যুবক গত ২১-০৯-১৪ ইং তারিখ সন্ধ্যা ০৭ ঘটিকার সময় হইতে নিখোঁজ রয়েছে।সে ফেনীর সেনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের সাতবাড়িয়া বাড়ীর আবুল হোসেনের ছেলে।আরিফ ঢাকার গুলশানে কামাল এসোসিয়েটস নামের প্রতিষ্ঠানে কর্মরত ছিল।ছেলেকে খুঁজে পেতে নিখোঁজ আরিফের পিতা ঢাকার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।যার নং-১০৩৩।কোন হ্নদয়বান ব্যাক্তি আরিফ কে খুঁজে পেলে ০১৮৪০৩৪৩৬১২ নম্বরে ফোন করে জানানোর জন্য আবুল হোসেন সবার কাছে বিনীত অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *