Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারত-পাকিস্তান গোলাগুলি: দুই পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট ১৪:২১ , সেপ্টেম্বর ২৯ , ২০১৬ বৃহষ্পতিবার
d47c87d0815522d288bb2b7d1e5f1d5a-57ecc21c83cd5
জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলা চালিয়েছে ভারত। সীমান্ত পেরিয়ে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মিরে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই সেনা নিহত হয়েছে।
অসমর্থিত সূত্রে জানা গেছে, নিহত দুজন পাকিস্তানের সেনাসদস্য।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে এ সংঘর্ষের খবর নিশ্চিত করা হয়েছে।
29927_thumbM_bsf
ডনের খবরে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই দেশের সেনাদের মধ্যে এ গোলাগুলির সূত্রপাত হয়। সকাল ৮টা পর্যন্ত এ গোলাগুলি অব্যাহত থাকে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। আজাদ কাশ্মিরের ভিম্বার, হটস্প্রিং কেল এবং লিপা সেক্টরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *