
প্রকাশ : সেপ্টেম্বর ২০, ২০১৬ | সময় : ২৩:০০ দাগনভূঞা প্রতিনিধি>>

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হককে সংবর্ধনা দেবে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হবে। ২৪ সেপ্টেম্বর এ তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে কবিরহাটবাসি।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি সংবর্ধনা সফলে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করেছে। সংবর্ধনায় ১০ হাজার লোকের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্র জানায়।
দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সংবর্ধিতরা তাদের পৈত্তিক বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট যাওয়ার প্রাক্কালে এ সংবর্ধনায় অংশ নেবেন বলে জানা গেছে।
