Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

পাকিস্তানের ১৬২টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছে ভারত, রাতেই আক্রমনের আশঙ্কা

প্রকাশঃ ২৬-০৯-২০১৬, ১৪:০০

fb_img_1474723219680

আন্তর্জাতিক ডেস্কঃ- সিন্ধ, পাখতুনখাঁ, গিলগিট সহ একাধিক স্থান মিলিয়ে পাকিস্তানের মাটিতে ইতিমধ্যেই ১৬২টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছে ভারত। এই পরিস্থিতিতে কি তাহলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজ রাতই হামলা চালাতে পারে ভারত? সেদিকেই এখন চোখ বিশ্বের। এমনকি পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসে উদ্যোগী ভারত। ইতিমধ্যেই সেখানকার জঙ্গিঘাঁটিগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে, আজ রাতেই পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণের নামতে পারে ভারত বলে জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সায়গল।
সুত্র : সময়ের কন্ঠস্বর।
সম্পাদনা / সৈয়দ মনির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *