Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

পাক-ভারত ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদী !

প্রকাশঃ ২৬ ০৯-২০১৬, ১৩:৩৭
modi-ind

আন্তর্জাতিক ডেস্ক – ভারত-অধিকৃত কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর থেকেই নীরব ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ইস্যুতে নীরবতা ভেঙেছেন তিনি।
শনিবার কেরালা রাজ্যের কালিকুটে নিজের দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সম্মেলন দেয়া তার বক্তব্যে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর পাশপাশি উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও।
পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে- অভিযোগ এনে তিনি বলেন, ‘দেশটির সন্ত্রাস ভারতের প্রতিবেশি দেশ আফগানিস্তান ও বাংলাদেশেও ছড়িয়ে যাচ্ছে।’ পাকিস্তান দেশ চালাতে যোগ্য নয়- এমন ইঙ্গিত করে মোদী বলেন, ‘বাংলাদেশ এক সময় আপনাদের ছিল। কিন্তু আপনার চালাতে পারেননি। পরিচালনায় ব্যর্থ ছিলেন বলেই আজকের বাংলাদেশ।’
ভারত সফলভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং পাকিস্তান যাতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সেজন্য আরো চেষ্টা করা হবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের জনগণের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে বলতে চাই, ভারত আপনাদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। শক্তি থাকলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসুন।’
পাকিস্তানের নাম উল্লেখ না করে মোদী বলেন, ‘এশিয়ার একটি দেশ এই মহাদেশকে রক্তে রঞ্জিত করতে চাইছে। হয় ওই দেশটি থেকে সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, অথবা অপরাধ সংঘটিত করে ওসামা বিন লাদেনের মতো সেখানে গিয়ে আশ্রয় নেয়।’
এ পর্যন্ত ১৭ বার ভারতে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা এসে হামলার চেষ্টা করেছে উল্লেখ করে মোদী বলেন, ‘ভেবে দেখুন, এক হামলায় ১৮ জন নিহত হয়েছে। ১৭টি হামলা সফল হলে কী ঘটত?’ গত কয়েক বছরে ভারত ১১০ সন্ত্রাসীকে হত্যা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের সঙ্গে ১ হাজার বছরের দীর্ঘস্থায়ী যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায়ও ভারত প্রস্তুত বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত অন্য দেশে সফটওয়ার রফতানি করে। আর পাকিস্তান রফতানি করে সন্ত্রাস।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *