Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

প্রাথমিক শিক্ষায় অাবারো শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রতন

সৈয়দ মনির অাহমদ। প্রকাশ- ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার ১৮:০০
fb_img_1475060522270
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বুধবার উপজেলা প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শংকর রঞ্জর সাহা স্বাক্ষরিত একটি চিঠি বুধবার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে এসে পৌঁছায়।

ওই চিঠিতে জানা যায়, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে সকল উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচন করা হয়। এর আগে ২০১৫ সালে চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দিদারুল কবির রতন। এছাড়াও বিগত তিন বছর ধরে জেলার শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত তিনি। জেলা যুবলীগের সভাপতি হিসেবেও তিনি জেলায় দলটির নেতৃত্ব দিচ্ছেন।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *