
০৩ সেপ্টেম্বর ২০১৬
বিশেষ প্রতিনিধি:- ৭১ সালের মুক্তিযোদ্ধা হত্যার জন্য গঠিত বদর বাহিনীর কমান্ডার ধনকুবের মীর কাশেম আলীর প্রানদন্ড কার্য্যকর করা হয়েছে জানিয়েছেন কাশিমপুর কারগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক।শনিবার রাত সাড়ে ১০ টার সময় এ দন্ড কার্য্যকর করা হয়েছে।
