Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

picsart_09-16-02-34-59

সৈয়দ মনির অাহমদ, ১৬ সেপ্টেম্বর, ১৪:০০

ফেনীর ফুলগাজীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্র সহ ২ জনকে আটক করেন নোয়াপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের দঃ নিলক্ষীর আব্দুল বারেক মিয়ার ছেলে মোঃ ইউসুপ   (৪৫) ও অপরজন গোসাইপুরের উত্তর মাথার আলী আকবর মিয়ার ছেলে মোঃ এয়াকুব (৪৭)

জানা যায় ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার  রাত ১১ টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রাম হইতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট হইতে ১ টি এলজি ও ১ রাউন্ড গুলি সহ একটি পিস্তল এবং একটি মোটর সাইকেল সহ নগত টাকা উদ্বার করে।

ফুলগাজী থানার ওসি (তদন্ত)  মোঃ জসিম উদ্দিন সোনাগাজীর অালোকেজানান, তাদের বিরুদ্ধে ফুলগাজী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে । এবং ২ আসামীকে আজ শুক্রবার দুপুরে  আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *