কবির আহমেদ নাছির, ২১ সেপ্টেম্বর ১৬,

ফুলগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় বুধবার ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ এম এম মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবারবিকালে আদালতের মাধ্যমে ধৃতদের কারাগারে প্রেরন করা হয়েছে।
আটকৃতরা হলেন সায়েম(২৬) সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে, শাহাজান (৩২)ঘনিয়া মোডা গ্রামের সুরুজ খানের ছেলে, শফিকুল (২৬)পূব ঘনিয়া মোড়া গ্রামের আবু তাহের ছেলে।
এর আগে মঙ্গলবার পুলিশের উপর হামলার ঘটনায় তারেক নামে একজনকে গ্রেফতার করা হয়।
