ফুলগাজী প্রতিনিধিঃ প্রকাশ ২৬ সেপ্টেম্বর ২০১৬

ফুলগাজী উপজেলা মুন্সীর হাট ইউনিয়নের ফতেপুর গ্রামে রবিবার রাত আডাই টায় নুরুজামান মিয়াজির বসত ঘরে ডাকাতি হয়, ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাযায়, ফতেহপুর গ্রামে নুরুজামানের বসতঘরে রবিবার রাতে ১৫-২০ জনের মুখোশ পরা ডাকাত দল গেইট এর তালা কেটে ও দরজা ভেঙ্গে ঘরের সবাই কে জিন্মি করে নগদ ১ লাখ টাকা, ৩০ভরি স্বর্ন ও ৭ টি মোবাইল নিয়ে যায়।
নুরুজামান মিয়াজি ছেলে তারেক জানান, ভোর রাতে ও সকালে ফুলগাজী থানার পুলিশ এসে দেখে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এই ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মোরর্শেদ জানান এই ব্যপারে কোন তথ্য নেই।
