Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে মাদকসহ তিন বিক্রেতা গ্রেফতার

কবির আহমেদ নাছির : ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার।

ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের কালির হাট রাস্তার মাথা থেকে শুক্রবার ভোরে মাদকসহ তিন। মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার এস আই আলমগীর এসআই আবুল কালাম অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ২৪ টি ভারতীয় মদ ও তিন কেজি গাঁজা উদ্বার করে এবং তিনজনকে আটক করা হয়।
ধৃতরা হলেন, আজিম( ২৩) পিতা আবদুল হাই গ্রাম দক্ষিন বারাহিগুনি দাগনভূইয়া, রমজান আলী (২০) পিতা নিজাম উদ্দিন গ্রাম দক্ষিণ বরাহিগুনি মো স্বপন( ২১)পিতা মৃত আমিন উল্ল্যাহ গ্রাম সর্শদী ফেনী সদর ফেনী।feni-sm11120160909215647

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *