Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে সপ্তম শ্রেনীর ছাত্রী অপহরন

কবির আহমেদ নাছির, ফুলগাজী প্রতিনিধি : প্রকাশ- ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:২১
feni-sm11120160909215647
ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে বৃহস্পতিবার সকালে নোয়াপুর স্কুলে যাওয়ার সময় জোর পুর্বক সিএনজি করে তুলে নিয়ে যায় একই এলাকার মো শরিফ নেতৃত্বে ৭/৮ যুবক।
মেয়ের বাবা বতর্মান ইউপি মেম্বার হুমায়ুন বাদী হয়ে ফুলগাজী থানায় একটি অপহরন মামলা দায়ের করে। ঘটনার সত্যতা স্বীকার করে ফুলগাজী অফিসার ইনর্চাজ এম এম মোর্সেদ বলেন , আসামীকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। এই রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *