Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজী জিএমহাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

কবির আহমেদ নাছির : 27 Aug 2016
feni-sm11120160909215647
সোমবার (২৬সেপ্টেম্বর) সকালে ফুলগাজী উপজেলাস্থ জিএমহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার সহকারী ভূমি অফিসার ফাতেমা- তুজ- জোহরা উপমা ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে এই জরিমানা কার্যকর করেন। জিএমহাট বাজারের ইত্যাদি বেকারিকে ৭ হাজার টাকা ও বার আউলিয়া বেকারিকে ৭হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় দুই বেকারিকে বিএসটিআই অনুমোদিত লাইসেন্স গ্রহন করার জন্য নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *