১৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০০

ফুলগাজী প্রতিণিধিঃ কবির আহম্মদ নাছির (দৈনিক স্টার লাইন)কে সভাপতি, সাঈদ হোসেন সাহেদ (দৈনিক ফেনীর সময়) কে সাধারন সম্পাদক করে ফুলগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে ১ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয় ।কমিটিতে সহ-সভাপতি এস.এ. মামুন (দৈনিক দৃষ্টান্ত/ফেনী বার্তা),যুগ্ন সাধারন সম্পাদক তনু সরকার ( দৈনিক নোয়াখালী প্রতিদিন/ সাপ্তাহিক বর্নমালা), কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম রাজু (সু-প্রভাত ফেনী/প্রথম ফেনী),দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক দুর্বার), সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীর (দৈনিক সমকাল) মনসুর আহমেদ ( বাংলাদেশ টুডে) রাজিব দাস (দৈনিক ডেসটিনি) রফিকুল ইসলাম (ফেনী প্রতিদিন) জাহিদ ইকবাল শাকিল (দৈনিক আমার সময়)হাবিবুর রহমান ( দৈনিক স্বাধীন বাংলা)কে রাখা হয়েছে।
সম্পাদনা / সৈয়দ মনির।
