Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীকে জানুন, অন্যকে জানতে দিন

fb_img_1473169313037বাড়ি কোথায়?

-ফেনী

ওখানে কি পানি বেশি? বন্যা হয়, গ্রাম তাই না।

 

ভাই থামেন ঢাকা থেকে ১৫১ কি.মি.সাড়ে তিন ঘন্টার পথ আসেন এসে নিজ চোখে দেখে যান।  আমাদের ফেনী সাজানো গোছানো ফিটফাট পরিষ্কার নগরী।

 

ফেনী এটা কি জেলা?  কোন বিভাগে?

ও বুঝতে পেরেছি নোয়াখালি………….

 

ফেনী যে নোয়াখালি জেলার অন্তভূক্ত না তার একটা প্রকৃত ধারনা মাথায় ঢুকিয়ে নিন।

বাংলাদেশ ১৯৪৭ এর পূর্বে ভারত বর্ষে অন্তভূক্ত ছিলো। ৪৭ এ ভারতবর্ষ দ্বি-খন্ডিত হয়।

১৯৭১ এর পূর্বে পাকিস্তান এর সাথে ছিলো। নয় মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন কি আমরা বংলাদেশ কে ভারত বর্ষ বলি? না কি পূর্ব পাকিস্থান বলি?  এসব কিছু না বলে বাংলাদেশ বলি।

আচ্ছা ঢাকাকে কি আপনারা এখনো জাহাঙ্গীর নগর বলেন?

বংলাদেশের মানচিত্র বৃদ্ধি পাওয়ার পর ও কি পূর্বের মানচিত্র অংকন করেন?  তা হলে ফেনীকে কেন নোয়াখালির সাথে গুলিয়ে ফেলেন?

 

নোয়াখালি একটি পৃথক জেলা তেমনি ফেনী ও একটি পৃথক জেলা।

পূর্বে বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছিলো।

১৯৮২ সাল থেকে ফেনী একটি স্বাধীন জেলা।

বিতর্কিত হবেন না যুক্তি দিয়ে বুঝুন।

 

-ফেনী….!

নাম শুনেন নাই কখনো?

তাহলে কি আপনি বংলাদেশের নাগরিক কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে!

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ফেনীতে।

আবদুস সালাম, জহুর হোসেন চৌধুরী, ওবায়দুল হক, মাহবুবুল হক, এফ কে মুনিম, গিয়াস কামাল, শিল্পী কাইয়ুম চৌধুরী, কালাম মাহমুদ, ভিসি সালেহ আহমেদ, কামাল উদ্দিন চৌধুরী, এ কে আজাদ চৌধুরী সহ কয়েকজন।

 

বাংলায় কথা বলেন ভাষা সৈনিক সালামকে চিনেন না? জি ভাষা সৈনিক সালাম ফেনী জেলার সন্তান।

চলচ্চিত্র মাধ্যম কল্পনা করা যায় না শ্রদ্ধেয় জহির রায়হান এর নাম না তুলে।

সেই জহির রায়হান আমাদের ফেনী জেলার সন্তান।  নারী আন্দোলন, নারীর অধিকার, নারী শিক্ষার কথা বলছেন শহিদ সাংবাদিক সেলিনা পারভিন ফেনীর সন্তান। মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা ভুলে গেছেন সব!

আধুনীক যুগে বাস করেন? এভারেস্ট বিজয়ী নারী নিশাত ফেনীর সন্তান।

নাট্য বেক্তিত্ব সেলিম আল দীন স্যার ।

শহীদ শহিদুল্লহ কায়সার।

প্রয়াত সাংবাদিক মূসা।

ড.এনামুল হক এবং লাকী এনাম, রোকেয়া প্রাচী কাকে চেনেন না আপনি উনারা সবাই ফেনীর সন্তান।

আমরাও উঠবো একটু সময় দিন।

বুক ভরে নিশ্বাস নিয়ে বলবো আমি ও ফেনীর সন্তান সেলিম আল দীন আর সেলিনা পারভিন এর উত্তরসূরী।

প্রতি বছর বিসিএস এর রেজাল্ট টা মিলিয়ে দেখবেন ফেনীর ছেলেমেয়েদের নাম তালিকা ভুক্ত থাকে উপরের সারিতে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে ফেনী।  ছোট্ট একটা শহর ছোট ছোট স্বপ্ন দিয়ে সাজানো কবিতার মত সুন্দর।

ঘুরে আসবেন আপনারা আপ্যায়নে ত্রুটি হবে না।

পর্যটন স্পট যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি নগরায়নে ফেনী এগিয়ে আছে দেশের অন্য গুলো জেলে থেকে।

 

অর্থ মেধা, প্রজ্ঞা, সৃষ্টিশীলতা, মননশীলতা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই আমরা অগ্রগামী।

যার স্বাক্ষর

আমরা রাখছি দেশের প্রতিটি ক্ষেত্রে।

ঢাকা বিভাগীয় শহর এবং দেশের রাজধানী। অর্থিক অর্ন্তভুক্তিতে ঢাকার পরই ফেনী স্থান দখল করে আছে যা আমাদের গর্বের সীমাকে বাড়িয়ে দেয়। শিক্ষা ক্ষেত্রের অবদান এর জন্য ফেনীর জয়গান আছে পুর্ব থেকে। সাংস্কৃতিতে ও অনেক অবদান রেখেছে ফেনীর সন্তানেরা।

 

প্রমান সরূপ

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত অর্থিক অর্ন্তভুক্তি সূচকে আমাদের ফেনী দ্বিতীয়।

সারাদেশ তা জানে। শুধু ভৌগলিকভাবে নয়, আর্থিক সামর্থ্যে শিক্ষায় ও প্রগতিতে।

হ্যা আমরা ফেনীর সন্তান।

ফেনী বাংলাদেশের একটি প্রগতিশীল জেলা।

 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে ফেনী।

শুভ কামনা তোমার জন্য হে প্রানের জন্মভূমি।

fb_img_1468839494757

“প্রান এর শহর ফেনী শহর।

ভালোবাসার শহর ফেনী শহর”।

 

লেখিকা : জয়নাবা রাত্রী

ছবি : কামরান হোসেন নাঈম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *