
২৫ সেপ্টেম্বর ১৬
বিশেষ প্রতিনিধি-ফেনীতে অব্যাবস্থপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ৩ স্টার মানের নামধারী রেডিক্স হোটেল।শনিবার রাতে শহরের ট্রাংক রোডের জহিরিয়া টাওয়ারে এ হোটেলের উদ্ভোধন করেন নিজাম উদ্দিন হাজারী এমপি।ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসান, পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম।
হোটেল সুত্রে জানা যায়,ফেনীতে ৩ স্টার নাম ধারন করে কয়েকমাস আগে থেকে প্রচার প্রচারনা চালিয়ে আসছিল রেডিক্স হোটেল।এটি শহরের ট্রাংক রোডের জহিরিয়া টাওয়ারে অবস্থিত।প্রচার প্রচারনায় সকলেই মুগ্ধ হলেও শনিবার রাতে নানা অনিয়মের মধ্য দিয়ে যাত্রা শুরু দেখে এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠানে আগত মেহমান ও শুভাকাঙ্ক্ষীরা। পুর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী শনিবার রাত ৭ টায় উদ্ভোধন অনুষ্ঠান শুরুর কথা ছিল।এর আলোকে আমন্ত্রিত সকলেই অনুষ্ঠান স্থলে এসে যায়।আর প্রধান অতিথিসহ কয়েকজন অতিথি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় আসতে কিছুটা দেরি হয়।কিন্ত রেডিক্স হোটেল ম্যানেজমেন্ট এর অব্যবস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে নয়টা।শুরুতে মোখলেছুর রহমান রানা উপস্থাপনা করতে গিয়ে রহমান বিকমকে জেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও নিজাম হাজারীকে সভাপতি এবং অন্যান্য অতিথিদের নাম পদবি ভুল ঘোষনা করেন।এতে অনেককেই অট্র হাসি দিতে দেখা যায়।ফলে অতিথিদের অসন্তোষ দেখা যায়।অনুষ্ঠান চলাকালে বেশ কিছু আগত মেহমানদের চেয়ার থেকে তুলে দিয়ে তাদের যায়গায় বিশেষ মেহমানদের বসতে দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।অতিথি বরনসহ আয়োজক কমিটি ও অতিথিদের বক্তব্য শেষ হয় রাত সাড়ে দশটায়।শুরু হয় খাবার গ্রহন।অতিথি ও কিছু বিশেষ মেহমানদের জন্য অন্য রুমে বসার ব্যবস্থা করা হলেও আগত সুধী-মেহমানদের জন্য নিম্ন মানের খাবার বিতরন করা হয়।এ খাবার পেতেও অনেককে বেগ পেতে হয়েছে।পেকেটে থাকা খাবারের বেশিরভাগ পচা ও দুর্গন্ধ।ফলে অনেকেই খাবারটি রাস্তায় পেলে দিয়ে চলে যায়।সোনাগাজী থেকে আগত এক ছাত্রলীগ নেতা জানানা,যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে অনিয়ম ও বিশৃংখলার মধ্য দিয়ে। তার থেকে আর ভালো কি আশা করা যায়।মাষ্টার পাড়ার বাসিন্দা ওসমান গনী জানান,এক কাজিনের দাওয়াতে তিনি অনুষ্ঠানে যোগদান করেন।কিন্তু রেডিক্স হোটেল ম্যানেজমেন্ট এর লোকদের আচরনে তিনি চরম হতাশ।তাদের থেকে খারাপ সেবা পাওয়া ছাডা আর ভালো কিছু পাবেনা বলে তিনি মন্তব্য করেন
