
২৮ সেপ্টেম্বর ১৬
বিশেষ প্রতিনিধি-ফেনীতে এনএসআই’র প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অব:) মঞ্জুর আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।বুধবার সকালে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।এসময় পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ নেতা হাজী আলাউদ্দিন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ছনুয়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকম,ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
