Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে কোটি টাকা চাঁদা দাবী ; অাটক ১

14225368_10207047571253251_2987249522283156598_n

 

সৈয়দ মনির অাহমদ,  ৩ সেপ্টেম্বর ২০১৬ ; ১৯:৩০।

ফেনীর ফতেহপুর রেলওভারপাস ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।পরে এক প্রকৌশলীসহ দুইজনকে অপহরণ করে। এই ঘটনায় শুক্রবার রাতে রাজন নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।

র্যাব ফেনী ক্যাম্প কমান্ডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতেহপুর দেয়ানগঞ্জ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে রাজনকে একটি পিস্তল ও ৪টি গুলিসহ গ্রেফতার করা হয়। আটক কৃত রাজন শর্শদী এলাকার শহিদুল্লার ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মহাসড়কে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, শুক্রবার রাতে সন্ত্রাসী রাজন ও এনামুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ দুর্বৃত্ত ফতেহপুর রেলওভারপাস ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু পিবিএলের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। পরে প্রতিষ্ঠানটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। এসময় এক প্রকৌশলীসহ দুজনকে অপহরণ করে পরে প্রশাসনের চাপে দুজনকেই ছেড়ে দেয় সন্ত্রাসীরা এই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *