Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে দলীয় কোন্দলে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আহত

fb_img_1473528652429

১০ সেপ্টেম্বর ১৬, ২৩:৫৬:৪৩

শহর প্রতিনিধি:-দলীয় কোন্দলের জেরে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা   আবদুল্লাহ আল নোমানকে কুপিয়েছে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।শনিবার দুপুরে শহরের এসএসকে সড়কে এ ঘটনা ঘটে।  এর জন্য পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে দায়ী করেছে কলেজ ছাত্রলীগ ।তবে পিটু এ ধরনের হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী  সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে এসএসকে সড়কের নকশী রোকেয়া টাওয়ারের সামনে কলেজ ছাত্রলীগ নেতা ও ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র নোমানের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় তারা তাকে উপুর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার জানান, অভ্যন্তরীন দ্বন্ধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্চে।এ ব্যাপারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গগত গত কিছুদিন পূর্বে ফেনী সরকারী কলেজ গেটে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে পিটিয়ে আহত করে।এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি/সম্পাদক কে বহিস্কার করে জেলা ছাত্রলীগ।পিটুর উপর হামলার সময় নোমান হামলায় অংশগ্রহন করে সন্দেহে পিটুর সমর্থকেরা এঘটনা ঘটায় বলে নির্ভরযোগ্য সুত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *