
২০ সেপ্টেম্বর ১৬
গৌতম পাল,আদালত প্রতিনিধি:-ফেনীতে নারী ও শিশু নির্যাতন মামলায় সাইফুল ইসলাম ও রিয়াজ নামের দুই ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক নিলুপার জাহান জনাকৃর্ন আদালতে এ দন্ড ঘোষনা করে।দন্ডাদেশ প্রাপ্ত দুই জনই রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন না।২০০৬ সালে ফেনী সদরের লালপোলের মহিউচ্চুন্নাহ ক্যাডেট মাদ্রাসার এক ছাত্রকে ৩০ লক্ষ টাকার মুক্তিপনের দাবীতে অপহরন করে অভিযুক্তরা।অপহ্নতের পরিবার ১২ লক্ষ টাকা প্রদান করে পুলিশের সহযোগীতায় ছাত্রকে উদ্ধার করে।পরে ওই ছাত্রের পিতা নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে।অভিযোগ প্রমানিত না হওয়ায় রায় প্রদানের সময় আদালতে উপস্থিত দুই জনকে বেকসুর খালাস প্রদান করে বিচারক।
