
এম এমরান পাটোয়ারী, ১০ সেপ্টেম্বর, শনিবার, ০৯:০০
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চাকুরী স্থায়ী করণ সহ ৪ দফা দাবীতে সারা দেশের ন্যায় ফেনীতেও জেলা প্রশাসককে স্বারক লিপি দিয়েছেন ফেনী জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ মাঠ সহকারী কল্যাণ পরিষদ। ৭ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের হাতে তারা এ স্বারক লিপি তুলে দেন। এসময় অন্যানের্য মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবুল হাসেম, পরিষদের সভাপতি অনুপম চক্রবর্তী, সহ-সভাপতি সহদেব মজুমদার, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, দপ্তর সম্পাদক বাসুদেব দাস ও অর্থ সম্পাদক রিয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন। একই দাবীতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ মাঠ সহকারী কল্যাণ পরিষদ ২০ আগস্ট দেশ ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। স্বারক লিপিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক বিশেষ প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকুরী স্থায়ী করা, ব্যাংকের চাকুরীবিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ ৪ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।
সম্পাদনা /সৈয়দ মনির।
