Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা।।থানায় এজাহার

 

received_1064823480297422-picsay

 

২৭ সেপ্টেম্বর ১৬

বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ফেনী পওর বিভাগের সহকারী সেচ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ওবায়েদ উল্লাহ মজুমদার(৪০) এর নেতৃত্বে অজ্ঞাত দশ/বারো জন সন্ত্রাসী। অভিযুক্ত ওবায়েদ উল্লাহ ফেনী শহরের ডাক্তার পাড়ার,(আড্ডা বাড়ী),হাজ্বী ইমাম বক্স রোডের ফজল হক মজুমদারের ছেলে।

এঘটনায় আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ওবায়দুল্লাহ মজুমদারসহ অজ্ঞাতনামা দশ/বারোজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেন।এজাহার ও বাদীর তথ্য সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় এসএসকে রোডের ওয়াপদা গেইট সংলগ্ন মাঠে ফেনী পওর সার্কেলের ড্রাইভার মোঃ নুর নবীকে অভিযুক্ত ওবায়দুল্লাহ মজুমদার মারধর করতে থাকলে মামুন ও তার সহকর্মী উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুল আবছার, উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দীন, অফিস সহায়ক মোঃ মোস্তফা এর প্রতিবাদ করলে ওবয়ায়েদ উল্যাহ ও তার অস্ত্রধারী দশ-বারোজন সহযোগী তাকে আক্রমন করে কিলঘুষি,লাথি মেরে আহত করে ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। প্রতিবাদকারী সকলকে এই বলে আরো হুমকি দেয় যে,বেশি বাড়াবাড়ি করলে পুনরায় মারধর করবে ও খুন করবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডে কাউকে চাকুরী করতে দিবেনা। এজাহারে আরো উল্লেখ করা হয় যে, ওবায়েদ উল্লাহ ও তার কতিপয় সহযোগী দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড সরকারী কোয়ার্টারের দুটি রুম ও একটি বিশাল পুকুর অবৈধভাবে দখল করে রেখেছে।

বাদী আব্দুল্লাহ আল মামুন আক্ষেপ করে বলেন; আমি একজন সরকারী কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়ে থানায় এজাহার দায়ের করার পরও এর তদন্ত কর্মকর্তা এএসআই খায়রুল কোনো কার্যকর ব্যাবস্থা গ্রহন করছেননা এবং বাদী নিরাপত্তাহীন হয়ে আবারো হামলার আশংকা করছেন এমনটি বারবার জানানোর পরও আইও খায়রুল বাদীকে কোনো প্রকার তোয়াক্কা করছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *