
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ -১৬ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার ১৬:০০
ফেনীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের হোটেল মিডনাইট থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকাল ৩টার সময় তাদেরকে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি বাবুল আহমেদ, ফেনী জেলা যুবদল সহ-সভাপতি নুর নবী চৌধুরী, যুগ্ম-সম্পাদক হামিদ খান জয়, ঢাকা কলেজ ছাত্রদল সভাপতি কাজী মাসুদ।পুলিশ জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের সোনাগাজীর অালোকে জানান,রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলায় পরোয়ানা নেই।
