Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবদল নেতা সুমন গ্রেপ্তার

ফেনী সদর প্রতিনিধি, ২৪ সেপ্টেম্বর ২০১৬, শনিবার ১৮:০০
feni-news-pic-arms-and-ammunition-recovered-24-9-16-1024x576

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবদল নেতা আমজাদ হোসেন সুমন ওরপে কুল-সুমনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ফেনী গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের ইসলামপুর রোডে একটি তিন তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক( ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামপুর রোডে একটি তিন তলা ভবনে ( আইএফআইসি ব্যাংক ফেনী শাখার বিপরীতে) অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় দুইটি বন্দুক, দুইটি কাটা রাইফেল, একটি শর্টগান, শতাধিক রাউন্ড গুলি, কয়েকটি চোরা, কাটার ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেনী শহর শাখা যুবদলের যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন সুমন ওরপে কুল সুমনসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
received_869815969786513
পরে শনিবার সন্ধ্যায় একটি সংবাদ ব্রিপিংয়ের মাধ্যনে বিষয়টি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক( ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *